কি কি কারণে আসামি জামিন পেতে পারে এবং বিচারক জামিন দিতে পারেন??

ফৌজদারী কর্যবিধি 1898 এর বিভিন্ন ধারায় আসামীর জামিন পাওয়ার এবং বিচারকের জামিন প্রদান করার বিধান বর্ণিত হয়েছে-

১. ফৌজদারী কর্যবিধির 496 ধারায় জামিনযোগ্য অপরাধের মামলায় আসামী জামিন পাওয়ার হকদার এবং বিচারকও জামিন বিবেচনা করে ন্যায় বিচার নিশ্চিত করে থাকেন। ।

২.ফৌজদারী কর্যবিধির 497 ধারামতে জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রেও আসামী বৃদ্ধ, অসুস্থ, মহিলা কিংবা নাবালক হলে জামিন পাওয়ার হকদার এবং বিচারক জামিনের আবেদন বিবেচনা করতে পারেন ।

৩. অত্র আইনের 498 ধারামতে আসামী আগাম জামিন বা pre-arrest bail/ad-interim bail পেতে পারে ।

৪. 120 কর্যদিবসের মধ্যে মামলার তদন্ত কাজ সমাপ্ত না হলে ফৌজদারী কর্যবিধি আইনের 167(5) ধারা মতে ম্যাজিস্ট্রেট এবং যাবতজীবন ও মৃত্যুদণ্ডের মত দণ্ডের মামলায় দায়রা জজ আসামীকে জামিন দিতে পারেন ।

৫. ম্যাজিস্ট্রেট আদালতে 180 কার্যদিবসে এবং দায়রা জজ আদালতে 360 কার্যদিবসের মধ্যে বিচারকার্য সমাপ্ত না হলে আসামী ফৌজদারী কার্যবিধির 339 (গ) ধারামতে জামিন পেতে পারে।

৬. আপীল মামলা পেন্ডিং থাকা অবস্হায় ফৌজদারী কার্যবিধি আইনের 426 ধারামতে আসামী জামিন পেতে পারে ।

৭. সহ আসামী জামিনে মুক্ত থাকলে same footing এর co-accused 7BLT (AD) Page 286,21 BLD(AD) Page 91এবং 35 DLR (AD) Page 279 এর সিদ্ধান্ত মতে, আসামী জামিন পেতে পারে এবং আদালত জামিন বিবেচনা করতে পারে ।

৮. সর্বাপরি আদালত dircretionary ক্ষমতা বলে
যেকোন মামলায় আসামীর জামিন মঞ্জুর করার ক্ষমতা রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

× Chat